লালমোহনে ব্যবসায়ীর উপর হামলা মরিচের গুড়া মেরে ছিনতাই

0
512

লালমোহন প্রতিনিধি/ভোলা নিউজ ২৪ ডট নেট : লালমোহনে ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা মারপিট ও মরিচের গুড়া মেরে নগদ টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পৌর ২নং ওয়ার্ডে হাছন হাওলাদার সড়কে শহিদ ম্যানেজারের বাসার সামনে ২৪ জুন রবিবার বেলা ২টার সময় এ ঘটনা ঘটে। জানা গেছে, লালমোহন বাজারের বিশিষ্ট কাঠ ও চাম ব্যবসায়ী আঃ মন্নান হাওলাদার ব্যবসায়ীক কাজ শেষে বাসায় যাওয়ার সময় শহিদ ম্যানেজারের বাসা পর্যস্ত পৌঁছালে তার উপর অতর্কিত হামলা করে চোখে মরিচের গুড়া মেরে সাথে থাকা ১ লক্ষ ৫০ হাজার ২ শত টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। মিলন, শাকিল বিজয়, শহিদ ম্যানেজার, রাসেল, ফয়সালসহ আরো কয়েকজন হঠাৎ করেই আঃ মন্নানের পথরোধ করে দাঁড়ায় এবং আঃ মন্নান কোন কিছু বুঝে উঠার আগেই চোখে মরিচের গুড়া মেরে এলোপাতারি মারপিট করে ও নগদ টাকাসহ কাগজপত্র ছিনিয়ে নেয়। আঃ মন্নানকে মুখ চেপে ধরে হামলাকারিরা তুলে নিয়ে যেতে চেয়ে ছিল বলে জানা যায়। কোন রকম সুযোগ পেয়ে আঃ মন্নান ডাকচিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করায়। হামলাকারিরা আঃ মন্নানকে মেরে ফেলতে চেয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনা কাউকে জানালে বা বিচার দাবি করলে তাকে জানে মেরে ফেলার হুমকি দেয় হামলাকারিরা। এলাকায় এ ঘটনায় ক্ষোভ হতাশা ও তোলপাড় বিরাজমান। আহত আঃ মন্নান ও তার পরিবার ন্যায় বিচার দাবি করেন।

LEAVE A REPLY