ভোলা লালমোহনে করোনা সন্দেহভাজন একজনের মৃত্যু হয়েছে।দুই গ্রাম লকডাউন করেছেন প্রশাসন।
এ ব্যাপারে লালমোহন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মহসিন খান বলেন, ওই রোগীর খবর পেয়ে সকালে তার বাড়িতে গেলে প্রথমে তারা ঘটনা অস্বীকার করে। কিছুক্ষণ পর তারা ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসেন সন্দেহ হলে তার নমুনা সংগ্রহ করি। পড়ে তা সিভিল সার্জন অফিসের মাধ্যমে ঢাকায় প্রেরণ করা হয়েছে রিপোর্ট আসলে বুঝা যাবে তিনি করোণায় আক্রান্ত ছিলেন কিনা জানা যাবে।