লালমোহনে এমপি শাওনে’র পিতা মরহুম হাজী নূরুল ইসলাম চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকীতে বিভিন্ন মসজিদে দোয়া মুনাজাত

0
51

ভোলা নিউজ২৪ডটকম।। লালমোহন- তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির পিতা মরহুম নূরুল ইসলাম চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকীতে কয়েকটি মসজিদে মিলাদ ও দোয়া মোনাজাত এবং কবর জিয়ারত করা হয়েছে। ১০ জুলাই রোজ-শুক্রবার লালমোহন- তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির পিতা বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক আলহাজ্ব নূরুল ইসলাম চৌধুরী’র প্রথম মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন, লালমোহন ও তজুমদ্দিন উপজেলা আওয়ামিলীগ সহ
অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় টেলিকনফারেন্সে হাজী নুরুল ইসলাম চৌধুরী কমপ্লেক্স ভবনে দোয়া মোনাজাত অনুষ্ঠানে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেন, আমার বাবা হাজী নূরুল ইসলাম চৌধুরী সারাজীবন সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। সমাজকে পরিবর্তন করার চেষ্টা করেছেন। আমার বাবা নূরুল ইসলাম চৌধুরী ছোট বেলা থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। তাঁর জীবদ্দশায় কখনো নামাজ কাজা করেননি। লালমোহন ও তজুমদিনের সকল মুসলমান ভাইদের কাছে আমার বাবার জন্য দোয়া চাই। খুবই সাদা মনের মানুষ ছিলেন তিনি।আমার বাবার ভিতর কোন অহংকার ছিল না আমি এমপি থাকা কালীন তিনি কোনো সুযোগ-সুবিধা গ্রহণ করেনি। তার নিজ বাসায় স্বাভাবিক জীবন যাপন করেছিলেন। আল্লাহ যেন আমার মরহুম বাবা কে জান্নাতবাসি করে আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ লালমোহন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,সহ সভাপতি আলহাজ্ব দিদারুল ইসলাম অরুণ, লালমোহন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল লালমোহন উপজেলা যুবলীগ আহবায়ক ভাইস চেয়্যার ম্যান আবুল হাসান রিমন লালমোহন পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মফিজুল ইসলাম মন্জু যুগ্ন আহবায়ক অ ন ম শাহাজামাল দুলাল, কামাল হোসেন রিপন,সাইফুল কমিশার, , উপজেলা যুবলীগ নেতা আরিফুর রহমান কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের সভাপতি সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সহ আরো অনেকে দোয়া মুনাজাত শেষে মরহুম হাজী নূরুল ইসলাম চৌধুরী’র কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ। এছাড়াও লালমোহন ও তজুমদ্দিন উপজেলার মোল্লা জামে মসজিদ, সহ অনেক মসজিদে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

LEAVE A REPLY