ভোলার পরানগঞ্জে গ্রামীণ সমাজ কল্যাণ পাঠাগারের আয়োজনে মহান বিজয় দিবস পালিত

0
255

স্টাফ রিপোর্টার : ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ভোলার পরানগঞ্জস্থ “গ্রামীন সমাজ কল্যাণ পাঠাগার”র আয়োজনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ই ডিসেম্বর) সকালে শাহিন প্লাজায় গ্রামীন সমাজ কল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা, ভোলা নাগরিক অধিকার ফোরামের সারারন সম্পাদক, এসএ টিভি ও নয়া দিগন্ত এর জেলা প্রতিনিধি এ্যাড: আলহাজ্ব শাহাদাত হোসেন শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রব। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পরানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার ও জেলা ইমাম আক্বিদা সংরক্ষন কমিটির সভাপতি মাও: মীর বেলায়েত হোসেন। গ্রামীন সমাজ কল্যাণ পাঠাগারের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক এম শাহরিয়ার জিলনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাজিউর রহমান কলেজের প্রভাষক, ভোলা নাগরিক অধিকার ফোরামের সভাপতি বিশিষ্ট সাহিত্যিক কাজল কৌশিক, ২৬নং মুজজাফর আলী মাতাব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জামাল উদ্দিন বাহার, জামিরালতা ফাজিল ডিগ্রী মাদরাসার প্রভাষক ও ভোলা নাগরিক অধিকার ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মীর নুরে আলম ফরহাদ, গ্রামীন সমাজ কল্যাণ পাঠাগারের উপদেষ্টা ডাঃ মেহেদী হাসান কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রামীন সমাজ কল্যাণ পাঠাগারের সাবেক সভাপতি প্রভাষক আবদুল্লাহ আল নোমান। এসময় স্বাগত বক্তব্য রাখেন গ্রামীন সমাজ কল্যাণ পাঠাগারের আহ্বায়ক ইমাম হোসেন কান্টু। এসময় বক্তব্য রাখেন পাঠাগারের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আনিছুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোঃ সাদ্দাম হোসেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পাঠাগারের সদস্য মোঃ আকবর হোসেন আলিফ। বিজয়ের কবিতা আবৃতি করেন বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির প্রচার সম্পাদক, সাংবাদিক গোপাল চন্দ্র দে। এসময় আরও উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা ইমাম হোসেন ভুট্টু, ডাঃ সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ নুরে আলম, সদস্য মোঃ তানভীর ইসলাম নকীব, সদস্য ও উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রাসেল পণ্ডিত, সদস্য সচিব মোঃ ফজলে রাব্বী, মোঃ মিজানুর রহমান সিনহা, মোঃ তানিম হাওলাদার, বিজয় মমিন, আনোয়ার হোসেন, নাহিদ হোসেন প্রমুখ। এসময় বক্তারা মুক্তিযুদ্ধের তাৎপর্য বিষয় তুলে ধরেন। বক্তারা তারা তরুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

LEAVE A REPLY