ভোলা নিউজ ২৪ ডটনেট: আবারো উত্তপ্ত হয়ে উঠেছে মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্য। মিয়ানমারের রাখাইন রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্টে দুর্বৃত্তদের হামলার চেষ্টাকালে পাঁচ পুলিশ ছাড়াও সাতজন নিহত হয়েছেন।
শুক্রবার দেশটির সরকারের পক্ষ থেকে সংবাদমাধ্যমে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।
মিয়ানমার সরকারকে উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা ২৪টি পুলিশ পোস্টে হামলার চেষ্টা করে। তারা সেনা ঘাঁটিতে ঢুকে পড়ারও চেষ্টা চালায়। এসব হামলার সঙ্গে জড়িত ৭ রোহিঙ্গা মুসলিম জঙ্গিও গতরাতে নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে। এই ঘটনা এমন একটি সময় ঘটলো যখন গত বছরের অক্টোবর থেকে দেশটির রাখাইন রাজ্যে অস্থিরতা চলছে।
গত অক্টোবরে এক পুলিশ চেকপোস্টে অতর্কিত হামলায় ৯ পুলিশ নিহতের পর বিদেশি সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক রয়েছে অভিযোগ তুলে রাখাইনে ব্যাপক আকারে সেনা অভিযান শুরু হয়। এই অভিযানে সেখানে বসবাসরত রোহিঙ্গাদের নির্বিচারে নির্যাতনের অভিযোগ ওঠে। বহু মানুষ বাংলাদেশেও পালিয়ে আসেন।
সেসময় রাজ্যে নির্যাতন ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দেশটিকে সতর্ক করে জাতিসংঘ। এর আগে ২০১২ সালে সাম্প্রদায়িক সংঘর্ষে কমপক্ষে ২০০ জন নিহত হওয়ার ঘটনা ঘটে।