স্টাফ রির্পোটার : কোষ্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পের উদ্যোগে সমšি^ত শিশু বিবাহরোধ কর্মসুচির আওতায় ভোলার শিবপুর ইউনিয়নের রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার দুপুরে রতনপুর মাধ্যমিক শ্রেনীকক্ষে ৯ম ও দশম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । বিতর্কের প্রতিপাদ্য বিষয় ছিল “মোবাইল ফোন ও মাদক কিশোর-কিশোরিদের অবক্ষয়ের প্রধান কারন” । বিতর্ক প্রতিযোগিতায় ৯ম শ্রেনী দল পক্ষে বক্তব্য রাখেন । বিতর্কে পক্ষ দল জয়ী হয় । নবম শ্রেনীর পক্ষে মুক্তা , ইতি , সাথি এবং ১০ম শ্রেনীর পক্ষে রাকিব, মাহী ও আশিক প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন । পরে প্রতিযোগিতায় অংশগ্রহনকারিদের মাঝে পুরস্কার বিতরন করা হয় । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন তালুকদার । এসময় আরো উপস্থিত ছিলেন রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবুল চন্দ রায় , হাফিজা আক্তার , কোষ্টট্রাস্ট আইইসিএম প্রকল্পের এডমিন মো: সিরাজুল ইসলাম, মনিটরিং অফিসার মনিরুজ্জামান , শিবপুর ইউনিয়নের ইউসি আনজুমানওয়ারা , ওয়ার্ড প্রমেটর ইয়াসমিন আক্তার শষি , নাজমা বেগম প্রমুখ ।