ভোলা নিউজ২৪ডটকম।। আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নির্বাচিত হয়েছেন বলে একটি খবর ছড়িয়ে পড়েছে। কিন্তু খবরটি ‘সত্য নয়’। কারণ প্রেসিডিয়াম সদস্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে মাশরাফির নাম খুঁজে পাওয়া যায়নি।।বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে পাঠানো আজ শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছিল।
তবে শনিবার যুবলীগের যে কমিটি ঘোষণা হয়েছে সেখানে প্রেসিডিয়ামে মাশরাফীর নাম নেই। ৫ সদস্যদের প্রেসিডিয়ামে অবশ্য একটি নাম ফাঁকা রয়েছে।জানা গেছে, যুবলীগের কমিটিতে ২৭ জন প্রেসিডিয়াম সদস্যের মধ্যে ২২ জনের নাম ঘোষণা করা হয়েছে। পাঁচটি পদ ফাঁকা রয়েছে। এই ২২ জনের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট মামুনুর রশিদ, মঞ্জুর আলম শাহীন, আবু আহমেদ নাসিম পাভেল, শেখ সোহেল উদ্দিন, ডা. খালেদ শওকত আলী, শেখ ফজলে ফাহিম, মুজিবুর রহমান চৌধুরী নিক্সনসহ অন্যরা।কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন পাঁচ জন। তারা হলেন বিশ্বাস মতিউর রহমান বাদশা, সুব্রত পাল, মো. বদিউল আলম, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ও মো. রফিকুল আলম জোয়ার্দার।