মানুষের মুখে হাসি ফোটাতে যুব রেড ক্রিসেন্টর ঈদ সামগ্রী বিতরন

0
332

গোপাল চন্দ্র দে/ ভোলা নিউজ ২৪ ডট নেট : রাত পোহালেই ঈদ। হত দরিদ্র মানুষ যাতে ভালো ভাবে ঈদ উদযাপন করতে পারে তাদের মুখে ঈদে হাসি ফোটাতে ভোলায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছে যুব রেড ক্রিসেন্ট ভোলা ইউনিট।
আজ ১৫ জুন জেলার মেঘনা নদী তীরবর্তী ধনিয়া ইউনিয়নের কোরারহাট সহ বিভিন্ন স্থানে ঘুরে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা হত-দরিদ্র আবহেলিতদের মাঝে এ ঈদ সামগ্রী প্রদান করেছে।

এসময় যুব জেলা রেড ক্রিসেন্ট ভোলার যুব প্রধান আদিল হোসেন তপুর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন উপ-প্রধান-১আনোয়ার হোসেন,প্রশিক্ষন বিভাগ প্রধান সাদ্দাম হোসেন,সিনিয়র যুব সদস্য মইনুল এহসান, স্বাস্থ্য ও সেবা বিভাগ উপ-প্রধান ফাহাদ রাবিদ,যুব সদস্য মো: আরিফ হোসেন, গোপাল চন্দ্র দে প্রমুখ।

এসময় ঈদ সামগ্রী পেয়ে রহিমা বেগম (৬৮) বলেন, ঈদে কী খাবো কী পড়বো তার কোন হদিস ছিলো না। তোমাদের দেওয়া ঈদ সামগ্রী পেয়ে মনে হচ্ছে নাতি-নাতিন নিয়ে এবারের ঈদ ভালো ভাবেই চলে যাবে।

বেড়ীর পাড়ের বিধবা শেফালী জানান, স্বামী মারা গেছে ৫ বছর। তখন থেকে ছেলে মেয়ে নিয়ে কষ্টে আছি। লোকের কাজ করে ওদের কোন রকমে খাইয়ে দাইয়ে বড় করতাছি। তবে আজ ৫ বছরে ওদের না কিনে দিতে পাড়ছি নতুন পোষাক না দিতে পাড়ছি ঈদে ভালো খাবার। তবে এবার রেড ক্রিসেন্টর ঈদ সামগ্রী পেয়ে ভালো ভাবেই কেটে যাবে আমাদের সকলের ঈদ।

ভোলা জেলা যুব রেড ক্রিসেন্ট যুব প্রধান আদিল হোসেন তপু জানান,ঈদে হতদরিদ্র মানুষের মুখে হাসি দেখার জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। যাতে কেউ ঈদ আনন্দ হতে বঞ্চিত না হয় তাই প্রতিবছর আব্যাহত থাকবে আমাদের এ প্রচেষ্টা।

LEAVE A REPLY