মানবতার বাংলাদেশ
“”””””””'””””””””””””””””'”””””
অস্ত্র নিয়ে করেছো বাহাদুরী
পুড়িয়েছো ওদের ঘর বাড়ি
দেখেছ কি ওদের আহাজারি
রক্ষা পায়নি অন্তঃসত্তা নারী
রহিঙ্গাদের দিয়েছো তারি
মাইন পুথিয়া রাখিয়াছ সারি সারি
খেলেছো রক্তের হলি খেলা
কুপিয়ে, পুড়িয়ে মেরে করেছ লাশের মেলা
সুচী করিয়াছ বেলা অবেলা
দেখেছে বিশ্ব, হয়েছে বিশ্বদরদী
মানবতা ভাসছে,ঐ যে নাফ নদী
মানেনি, অশান্ত উত্তাল ঢেউ
সুচী তুমি ভেবেছো
ওদের বুঝি নাই কেউ
সুচী, মানবতার লংগন
গজে উঠেছে
বিশ্ব অংগন।
কত মায়ের বুক করেছ খালী
বিশ্ববাসী করতেছে তোমায় গালাগালি
ভেবোনা তুমি ওরা এপারে রবে
আর তুমি পার পাবে
বিচার তোমার হবেই হবে
ফিরিয়ে নেওয়া হোক নোবেল পুরুস্কার
সবাই করিতেছে তিরুস্কার
নিরব কেনঐ নোবেল কমিটি?
থাকবেনা তোমার ঘাঁটী।
ফিরে পাবে ওরা ভিটামাটি
বিচার তোমার হবেই হবে
আন্তজাতিক আদালতে
শাস্তি তুমি পাবই পাবে
।। ও হে সুচী
যোগ্য তুমি নহে ঐ নোবেল পুরুস্কার
ঐ মুকুটের দা্বী
এই সোনার বাংলার
বাংলার মাটি
শান্তির ঘাটি
বাংলাদেশ আমার অহংকার।
এস,আই/ সানাউল্লাহ তালুকদার।
শশীভূষন থানা,ভোল।