দৌলতখানে মা’কে জবাই করে হত্যার পর ছেলের আত্নহত্যার চেষ্টা

0
1831

অমি আহামেদ,ভোলা নিউজ২৪ডটনেট:ভোলার দৌলতখানে বকুল বেগম (৫০) নামের বৃদ্ধা মাকে জবাই করে হত্যা করেছে পাষণ্ড ছেলে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এঘটনা ঘটে। নিহত বকুল একই এলাকার মৃত আঃ কুদ্দুসের স্ত্রী। এঘটনায় ঘাতক ছেলে কবির (২৮) কে আটক করেছে পুলিশ।
দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে মা ছেলের কথার কাটা কাটি হয় এক পর্যায় ছেলে তার মাকে দারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করেন।
স্থানীয়রা ঘাতক ছেলে কবিরকে আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করা হয়। মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেণের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

LEAVE A REPLY