মনোনয়ন দাখিলের পর বিএনপি নেতা ‘নিখোঁজ’

0
268

ভোলা নিউজ ২৪ ডটনেট ।। ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি, সাবেক কমিশনার মোশারফ হোসেন খোকন আজ বুধবার দুপুরে মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে মনোনয়ন দাখিলের পর বাসার উদ্দেশে রওনা হওয়ার পর থেকে নিখোঁজ আছেন তিনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়ার পরও তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে এই নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনীই মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে দাবি করে রিজভী বলেন, ‘আমি অবিলম্বে তাঁকে  সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।’

শরীয়তপুরে মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা মিয়া নূর উদ্দিন অপুর ওপর হামলার প্রতিবাদে রুহুল কবির রিজভী বলেন, ‘শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-গোসাইরহাট-ডামুড্যা) আসনে বিএনপি নেতা মিয়া নূর উদ্দিন অপু আজ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিলের উদ্দেশে ভেদরগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দিকে রওনা হন। এ সময় আওয়ামী সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এমনকি মিয়া নূর উদ্দিন অপুকে কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। সন্ত্রাসীরা নির্বিচারে বিএনপি নেতাকর্মীদের পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় আওয়ামী গুণ্ডারা বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে ১৫টি মোটরসাইকেল কেড়ে নিয়ে যায়। বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের হামলা ও মোটরসাইকেল লুটের বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তাদের অসহায়ত্ব প্রকাশ করে বলে, তাদের কিছুই করার নেই। এরপর একই নির্বাচনী এলাকা গোসাইরহাটের মধ্য দিয়ে ফিরে আসার সময় আওয়ামী লীগের স্থানীয় সভাপতির নেতৃত্বে সশস্ত্র ক্যাডাররা মিয়া নূর উদ্দিন অপুর গাড়িবহরে ব্যাপক আক্রমণ চালিয়ে ভাঙচুর ও নেতাকর্মীদের আহত করে। আমি সন্ত্রাসীদের এই কাপুরুষোচিত ও ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।’

রুহুল কবির রিজভী আরো বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত ১০টায় সরকারের অবসরপ্রাপ্ত উপসচিব নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে এক ঘণ্টার কথা বলে র‌্যাব-২ অফিসে নিয়ে যাওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত তাঁকে ফিরিয়ে দেওয়া হয়নি। এ নিয়ে তাঁর পরিবার-পরিজন ভীষণ উদ্বেগ ও উৎকণ্ঠায় আছে। আমি আবারও অবিলম্বে তাঁকে সুস্থ ও অক্ষত অবস্থায় তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসা আইনশৃঙ্খলা বাহিনী সব সময় ঘিরে রাখার ঘটনায় নিন্দা জানিয়ে রিজভী বলেন, ‘গত দুদিন ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা সার্বক্ষণিক ঘিরে রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। গত কয়েকদিন ধরে মির্জা আব্বাসের বাসায় ঢোকা ও বের হওয়ার সময় নেতাকর্মীদের গ্রেপ্তার করছে তারা। গতকাল থেকে এ পর্যন্ত পল্টন থানা ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মুন্না, মো. বেলাল হোসেন, কামাল, শরীফ খান, মুগদা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহরাজ উদ্দিন মিল্লাত, মিথুন মোল্লা, বাবু, শাহবাগ থানা প্রেসক্লাব ইউনিট বিএনপির সাংগঠনিক সম্পাদক শিপন, শাহবাগ থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক মো. শরীফ পাঠান, ঢাকা মেডিকেল ইউনিট ছাত্রদল সভাপতি মো. আজিম, পল্টন থানা ছাত্রদল নেতা নোমানসহ ১৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাসার সামনে থেকে নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।’

বংশাল থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাজি আদিল, ৩২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা নাজিবুল্লাহ, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা তারেক মাহমুদ, শহীদুল্লাহ, সোহেল, আরিফ ও কামালসহ আরো কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান রুহুল কবির রিজভী। ( সুত্র এনটিভি নিউজ অনলাইন)

LEAVE A REPLY