মনপুরায় নৌকা থেকে পড়ে এক শিশুর মৃত্যু

0
573

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরার বিচ্ছিন্ন চর কলতলীতে নৌকা থেকে খালে পড়ে মানতা সম্প্রদায়ের তিন বছরের এক শিশু মৃত্যু বরন করে। পরে শিশুর লাশটি উদ্ধার করে কলাতলী চরে দাফন করা হয়। মঙ্গলবার রাত ৯ টায় উপজেলার বিচ্ছিন্ন চর কলাতলীর কবির বাজার সংলগ্ন খালে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হলেন, মানতা সম্প্রদায়ের জেলে কাজল এর ছেলে শনু । এব্যাপারে উপজেলার মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর জানান, মঙ্গলবার রাতে মানতা সম্প্রদায়ের জেলে নৌকা থেকে খালে পড়ে এক শিশু নিখোঁজ হন। পরে শিশুর লাশটি উদ্ধার করে রাতেই কলাতলী চরে দাফন করা হয়।

 

LEAVE A REPLY