মনপুরায় আগুনেপুরে দোকান ছাই,ব্যাপক ক্ষতি

0
414

মনপুরা প্রতিনিধি,ভোলা নিউজ ২৪ ডট নেট: ভোলার মনপুরায় উপজেলার হাজির হাট বাজারে রবিবার সকাল সাড়ে ৭টার দিকে আগুণ লেগে ৯টি দোকান ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে স্থনীয় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় ১ ঘন্টা চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজার ব্যাবসায়ী মোবাইল দোকানদার মোঃ আব্বাস এর ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে পাশের দোকান ঘর গুলোতে আগুণের তীব্রতায় ছড়িয়ে পড়ে। এতে আব্বাসের মোবাইল সার্ভিসিং, মোঃ জাফরের ফুলকলি চায়ের দোকান, ফারুক গার্মেন্টস, তারেক স্টোর, চানমিয়া গার্মেন্টস,আঃ রহমানের ফলের দোকান, মোঃ হাসানের ফলের দোকান, হোসেন এর গার্মেন্ট ৮টি দোকানসহ মুকুল বেকারী ঘরটিও  পুড়ে যায়। এতে প্রাথমিক ভাবে কয়েক লাখ ৱটাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন ব্যবসায়ীরা।
এব্যাপারে মনপুরা ফায়ার সার্ভিস ইনচার্জ মো. জসিম উদ্দিন নিশ্চিত করে বলেন, প্রথমে রাত ৩টার দিকে এসে মুকুল বেকারীতে আগুণের সূত্রপাত হলে খবর পেয়ে সেখানে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনা হয়। সকাল সাড়ে ৭টার দিকে আবারো হাজির হাট বাজারে আগুণ লাগার কথা শুনে দ্রত বাজারে এসে ১ ঘন্টার চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি মিসেস শেলিনা আকতার চৌধুরী  ও উপজেলা নির্বাহী অফিসার মো.সোহাগ হাওলাদার ঘটনা স্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন।

LEAVE A REPLY