এই বছর হজের নিবন্ধন করতে পারবেন যারা

0
353
হজ, হজযাত্রী, নিবন্ধন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সরকারি, বেসরকারি, rtvonline

ভোলা নিউজ ২৪ ডট নেট : সরকারি ব্যবস্থাপনায় ১৬ হাজার ৭৩ এবং বেসরকারি ব্যবস্থাপনায় তিন লাখ ৫২ হাজার ২৯২ নম্বর পর্যন্ত প্রাক-নিবন্ধিত ব্যক্তিরা এই বছর হজের নিবন্ধন করতে পারবেন।বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে যারা নিবন্ধন করতে পারবেন না, তাদের পরবর্তী কার্যক্রম জাতীয় হজ এবং ওমরাহ নীতির অনুচ্ছেদ ৩.১.৯ অনুযায়ী নির্ধারিত হবে।হজ-ওমরাহ নীতির ৩.১.৯ অনুচ্ছেদ অনুযায়ী, যারা ঘোষিত সময়ে নিবন্ধনে ব্যর্থ হবেন, তাদের প্রাক-নিবন্ধন পরবর্তী এক বছর পর্যন্ত বলবৎ থাকবে।হজ প্যাকেজ ঘোষণার পর নিবন্ধন শুরু হবে বলে জানা গেছে। আর যারা নিবন্ধন করবেন তারাই হজে যেতে পারবেন।এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন এবং এক লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।উল্লেখ্য, গত বছর সরকারি ব্যবস্থাপনায় নয় হাজার ২০৩ এবং বেসরকারি ব্যবস্থাপনায় দুই লাখ ২৭ হাজার ৫৬৫ নম্বর পর্যন্ত ব্যক্তিরা নিবন্ধন করে হজে যান।

LEAVE A REPLY