ভোলা চরফ্যাশনের বিশিষ্ঠ ব্যবসায়ি মাহাবুব আলমের ২য় মৃত্যু বার্ষিকি

0
203

স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ২৪ডটনেট।।আজ ভোলার চরফ্যাশন উপজেলা ফার্নিচার মালিক সমিতির সাবেক সভাপতি ও সাংবাদিক সোহেব চৌধুরীর পিতা বিশিষ্ঠ ব্যবসায়ি মাহাবুব আলমের দ্বিতিয় মৃত্যুবার্ষিকি।

তার মৃত্যু বার্ষিকি উপলক্ষে আগামি ২৭ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা চরফ্যাশন থানা মসজিদে দোয়া মিলাদ ও চরফ্যাশন আলহাজ্জ আলাউদ্দিন তালুকদার বাড়ির আশ্রাফিয়া এসহাকিয়া হাফিজি মাদ্রাশা এবং ফাতেমা মতিন হাফিজি ও নুরানি মাদ্রাশায় কোরআন খতম দোয়া মিলাদ অনুষ্ঠিত হবে। বিশিষ্ঠ ব্যবসায়ি মাহাবুব মাহাবুব আলম তার কর্মময় জীবনে মৃত্যুর আগ পর্যন্ত উপজেলা ফার্নিচার মালিক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামিলীগের সদস্য ছিলেন এছাড়াও বিভিন্ন সামাজিক সংঘঠনের সাথে জরিত ছিলেন। উল্লেখ্য ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর বিকেল ৪.৩০ মিনিটে তার হৃদক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশাষ ত্যাগ করেন। তার পরিবার মরহুমের আত্বার মাগফিরাত কামনায় সকল শুভাকাঙ্খিসহ আত্মিয়ো স্বজনের দোয়া কামনায় মিলাদে অংশগ্রহনের জন্য অনুরোধ করেন।

LEAVE A REPLY