ভোলা আইনজীবী সমিতির সভাপতি সহ বিজয়ীদের জেলা বিএনপির সংবর্ধনা

0
700

স্স্টাফ রিপোর্টারঃ ভোলার ঐতিহ্যবাহী আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির সমর্থিত প্যানেল থেকে সদ্য সভাপতি এ্যাড. সালাহ উদ্দিন হাওলাদর সহ ৭জন বিজয়ী হওয়ায় ভোলা জেলা বিএপির পক্ষ থেকে নির্বাচিতদের সংবর্ধনা দেওয়া হয়। শনিবার ২৬ জানুয়ারি সন্ধ্যায় ভোলা জেলা বিএনপির কার্যালয়ে বিজয়ীদের এই সংবর্ধনা দেয়।


সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, এ্যাডভোকেট মোঃ মোজাম্মেল হক, সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম খান, ভোলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ওবায়েদুল হক শাজাহান, ভোলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি সালাউদ্দিন হাওলাদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক, থানা বিএনপির সভাপতি আসিফ আলতাফ, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক খন্দকার মো: আলআমিন, সহ-সভাপতি আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর আকন, প্রচার সম্পাদক মো: আরিফ উদ্দিন রনি প্রমুখ।


এসময় বিজয়ীদের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা বিএনপির নেতৃবৃন্দ।

LEAVE A REPLY