ভোলায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা অমান্য করায় তিন জেলের কারাদণ্ড

0
534
স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ২৪ডটনেট ।।
 ভোলার মেঘনা-তেতুলিয়া নদীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করতে ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।
রোববার রাত থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর মাঝের চর এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মো. ইব্রাহীম (২৫), আব্দুল মতিন (৩০) ও মো. ইব্রাহীম (২০)। এদের সকলের বাড়ি সদর উপজেলার ইলিশা ইউনিয়নের জংশন বাজার এলাকায়। পরে সদর উপজেলার নির্বহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন এদের প্রত্যেককে এক বছর করে জেল প্রদান করেন।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ভোলার মেঘনা-তেতুলিয়া নদীতে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এসময়ে যাতে করে জেলেরা নদীতে মাছ শিকার করতে না পারে সে জন্য তাদের অভিযান অব্যহত রয়েছে।

LEAVE A REPLY