ভোলায় ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত

0
4

ভোলা নিউজ২৪ডটকম।। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে ভোলায় পুলিশ  মেমোরিয়াল ডে পালিত হয়েছে।

আজ সোমবার সকালে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে নির্মিত স্মৃতিস্তম্ভে পুলিশ সরকার মোহাম্মদ কায়সার নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বিভিন্ন বিভাগের প্রধানদের পক্ষে শহীদ পুলিশ শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও স্বরন সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি বক্তব্যে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, পুলিশের প্রতিটি সদস্য নিজের সুখ-শান্তি বিসর্জন দিয়ে সবসময় দেশের জন্য কর্তব্য পালন করে যাচ্ছে। আর এই কর্তব্য পালন করতে গিয়ে যে সকল পুলিশ সদস্য মৃত্যু বরন  করেছেন তাদের আত্মত্যাগ কখনই ভোলার নয়।


এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) আবুল কালাম আজাদ,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: মহসিন আল ফারুক,অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল  মো: রাসেলুল রহমান, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান প্রমুখ।

LEAVE A REPLY