চরফ্যাশনে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রমরমা ইলিশ ব্যবসা

0
355

চরফ্যাশন প্রতিনিধি,ভোলা নিউজ২৪ডটকম।।    ভোলায় ইলিশ শিকার, বাজারজাতকরণে দুই মাসের নিষেধাজ্ঞা থাকার পরেও উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চরফ্যাশন মাছ বাজারে চলছে রমরমা ইলিশের ব্যবসা।

(১ মার্চ) থেকে (৩০ এপ্রিল পর্যন্ত) ২ মাসের জন্য ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় সবধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় ইলিশ ধরা, পরিবহন ও বিক্রি বন্ধ থাকবে। প্রশাসন নাম মাত্র অভিযান চালালেও সরেজমিন ঘুরে দেখা গেছে জেলেরা ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকারে নদীতে যাচ্ছে এছাড়াও এ মাছ চরফ্যাশন উপজেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি করছে। দুই মাসের এ নিষেধাজ্ঞার ভেতর কিভাবে ইলিশ শিকার ও ক্রয় বিক্রয় হচ্ছে জানতে উপজেলা মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনারকে ফোন দিলে তিনি পাঁচদিনের ছুটিতে আছেন এবং এ সংক্রান্ত বিষয়ে কিছু জানেননা বলে জানান।

LEAVE A REPLY