আকলিমা টুকু/ইমতিয়াজুর রহমান,ভোলা নিউজ ২৪ ডটনেটঃ ভোলা সদর রোডে হেল্পবক্স হাতে ২৫/৩০ জন তরুন ছেলেদের দেখা গেলো। মানুষের কাছে হাত পেতে ১০/২০টাকা খুজছে।জিজ্ঞেস করে জানাগেলো এরা সাহায্য চাইছে রোহিঙ্গাদের জন্য। যখন সারা দেশে আলোচনা সমালোচলা চলছে রোহিঙ্গা ইসূ নিয়ে,তখন এরাও পিছিয়ে নেই।মানবিক কাজে রাস্তা ঘাটে রোহিঙ্গাদের জন্য সাহায্যের হাত বাড়াচ্ছে মানুষের দাড়ে দাড়ে। কলেজ পড়ুয়া এসব যুবককে এমন কাজ করতে দেখে সব শ্রেণী পেশার মানুষ সাধুবাদ জানাচ্ছে । এরা সুধু এসব কাজ ই করে । যেখানে সমস্যা সেখানে তাদের দেখা যায়, সামাজিক সচেনতামুলক প্রতিটি কাজে।
বেশ কিছুদিন আগে শ্রমজিবী মানুষের পাশে দারিয়ে ছিল ঠান্ডা পানি ওরস্যালাইন হাতে। ভোলা পৌরসভায় পরিস্কার পরিচ্ছন্নতা কর্মশালা পালন করে শহরে আলোরন সৃষ্টি করেছে এরা এবং অসহায় অবহেলিত মানুষের সাথে ঈদ বস্র বিতরন করে ও ঈদের আনন্দ ভাগ করে নেয় এই সামাজিক সংঘঠনটি। এরা সুভিধাবঞ্চিত শিশুদের স্কুল মুখি করছে। অসহায় শিশু ও শ্রমজীবী মানুষদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করেছে। আমাদের সমাজে উচ্চ মহলে যখন বন্ধুদিবস পালিত হয় তখন এরা সমাজের বু্দ্ধি প্রতিবন্ধী ও অসহায় শিশুদের নিয়ে কেক কেটে বন্ধু দিবস পালন করে । ভোলা জেলার প্রথম সামাজিক সংগঠন হেল্প এন্ড কেয়ার। এ সংগঠন এর সাথে যুক্ত আছেন ভোলার জেলার মেধাবী তরুন- তরুনীরা। এদের এ সকল কাজে উৎস্যাহ প্রদান করে পাশে এসে দাঁড়িয়েছেন ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ভোলা জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।এদের উৎসাহ দিয়েছেন সাংবাদিক,ব্যাবসায়ি সূশিল সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকল শ্রেনী-পেশার মানুষ সাদুবাদ জানিয়ে সামনের দিকে এগিয়ে যাবার জন্য উৎসাহ দিচ্ছে। তাই তাদের সকল ভালো কাজে সব সময় পাশে থাকেন ভোলা নিউজ ২৪ ডটনেট পরিবার। একঝাক তরুন-তরুনীর ভালো কাজগুলো তুলে ধরা হচ্ছে সকলেরই সামনে। ভালো কাজ তাদের পাশে থাকার আহবান জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা রাকিব উদ্দিন অমি।