তজুমদ্দিনে টিসিবির কার্ড বিতরনে অনিয়মের অভিযোগে মামলা

0
6
তজুমদ্দিন প্রতিনিধি,ভোলা নিউজ২৪ডটকম।। তজুমদ্দিনে টিসিবির পারিবার পরিচিতি কার্ড বিতরনে অনিয়মের অভিযোগে দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত ২২ মার্চ চাঁদপুর ইউপি কার্যালয়ে টিসিবির পন্য বিতরনকালে চেয়ারম্যানের স্বাক্ষরবিহীন ১৪ টি কার্ড জব্দ করেন ইউপি সচিব আব্দুল করিম। পরে উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম কার্ডধারীদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানান প্রতিটি কার্ডের জন্য তাদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করেন প্রাক্তন ইউপি মেম্বার শাখওয়াত হোসেন ও নারী সদস্য শাহনাজ বেগমের স্বামী রফিকুল ইসলাম।
পরে উপজেলা নির্বাহি কর্মকর্তার নির্দেশে ইউপি সচিব আব্দুল করিম বাদী হয়ে শাখাওয়াত ও রফিকের বিরুদ্ধে ২৩ মার্চ তজুমদ্দিন থানায় দন্ড বিধির ৪০৬/৪২০/৪৬৭ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ১০।
ওসি জিয়াউল হক জিয়া জানান, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাছাড়া আসামী রফিকুল ইসলাম একজন সারকারী চাকুরীজীবি (উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা)  হওয়ার তাকে গ্রেপ্তারের আগে কিছু আইনী প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে।
উল্লেখ্য, তজুমদ্দিনে টিসিবি সুবিধা ভোগীর সংখ্যা ৭ হাজার ৬৩৯ পরিবার। প্রথমধাপে ২০ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১২ টি পয়েন্টে এসব পন্য বিক্রয় শেষ হয়।

LEAVE A REPLY