ভোলায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর

0
14

ভোলা নিউজ২৪ডটকম।। ভোলায় মুজিববর্ষ উপলক্ষে ভোলার ভূমিহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর। ধাপে ধাপে ঘর পেলো ভূমিহীন পরিবার।

মুজিব শতবর্ষ উপলক্ষে দ্বীপ জেলা ভোলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ পাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী সারা দেশে একযোগে গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। মুজিব বর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না” মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে বাস্তবায়নের উদ্দেশ্যে দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে সারা দেশের ন্যায় ভোলা সদর উপজেলার সরকারি খাস জমিতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণের নিমিত্তে ভেদুরিয়া, ইলিশা ও ভেলুমিয়া ইউনিয়নের বিভিন্ন মৌজার ১ নং খতিয়ানের সরকারি খাস জমি অবৈধ দখলদার থেকে দখলমুক্ত করে সম্পূর্ণভাবে সরকারি দখলে নেয়া হয়। উক্ত তফসিলভুক্ত জমিতে ভূমিহীন ও গৃহহীনদের পুর্নবাসনের লক্ষ্যে গৃহ নির্মাণ কার্যক্রম চলমান আছে। ভূমিহীনদের জন্য এ সকল গৃহ নির্মাণ কার্যক্রম যাতে কোন অনিয়ম না হয় সেজন্য জেলা প্রশাসক, ভোলা মহোদয়ের সদয় নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসন, ভোলা সদর কর্তৃক প্রতিনিয়ত নির্মাণাধীন গৃহসমূহ পরিদর্শন করা হয়।।তারই ধারাবাহিকতায় আজ বুধবার কাজের মান পরিদর্শন করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানকে নির্দেশ প্রধান করেন ভোলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী।

LEAVE A REPLY