ভোলায় ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে জরিমানা

0
743
ইয়াছিনুল ঈমন, ভোলা নিউজ ২৪ ডটনেট ।। ভোলায় প্রশাসনের পৃথক একটি টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে। দুপুরের দিকে ভ্রাম্যমান আদালতের একটি টিম এ জরিমানা করেন।
সূত্রে জানা যায়, ভোলায় ভেজাল বিরোধী অভিযান, রমযান মাসে বাজারদর স্বাভাবিক রাখা এবং মোটরসাইকেলের লাইসেন্স বিহীন চলাচলসহ বিভিন্ন অপরাধ রোধে পৃথক অভিযানে নামে ভ্রাম্যমান আদালত। এসময় তারা শহরের কাঁচা বাজার, মাছ বাজার, মাংস বাজার এবং যুগিরঘোলে অভিযান চালায়। এসময় সেখানে লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালানোর জন্য একাধিক লোককে জরিমানা করা হয়। প্রশাসনের পৃথক অভিযানে সর্বমোট ৬৯ হাজার টাকা জরিমানা আদায় করেন তারা। পৃথক এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুর-ই আলম সিদ্দিকী। এসময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY