ভোলায় বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

0
590
আদিল হোসেন তপু:বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে ভোলায় মানববন্ধন, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং সংবাদ সম্মেলন করেছে বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম ভোলা জেলা শাখা। সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন শিক্ষকরা।প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে হাজারো শিক্ষক কর্মচারীরা অংশ নিয়েছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন পীযুষ কান্তি হালদার, মো. রুহুল আমিন, মোবাশ্বিরুল হক নাঈম, মাও. মো. আ. লতিফ, হুমায়ুন কবির, আমীর হোসেন, আনোয়ার পারভেজ প্রমুখ। পরে ফোরামের সভাপতি সাইদুল হাসান সেলিমের এবং সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এর পর দুপুর ১২টায় একই দাবিতে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।
এসময় শিক্ষক নেতারা বলেন সাড়া দেশের পাঁচ লক্ষাধিক শিক্ষক-কর্মচারীদের বঞ্চনা আর বৈষম্য দূর করার জন্য প্রাণের দাবি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে। স্বাধীনতার মূল ভিত্তি ছিলো বৈষম্য দূরীকরণ, বঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠা, সকলের সমান অধিকার ও অর্থনৈতিক মুক্তি। স্বাধীনতার ৪৬ বছর পেরিয়ে গেলেও দেশের বেসরকারি শিক্ষক-কর্মচারীরা নানাবিধ বঞ্চনা ও বৈষম্যের স্বীকার হয়ে সামাজিক মর্যাদাহীন ও মানবেতর জীবন যাপন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ সফলতায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বঞ্চনা ও বৈষম্য দূরীকরণের মাধ্যমেই এটা বাস্তবায়ন করা সম্ভব।

LEAVE A REPLY