ভোলায় বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

0
29

আদিল হোসেন তপু,ভোলা নিউজ২৪ডটকম॥
“সবার জন্য আবাসন, ভবিষ্যতের উন্নত নগর” এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় বিশ্ব বসতি দিবস-২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোলা জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ ভোলা জেলা যৌথ উদ্যোগে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী শরীফ উদ্দিন আহমেদ বিশ্ব বসতি দিবস এর পতিপাদ্য বিষয় উপস্থাপন করেন। এসময় বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষাও আইসিটি) শংকর কুমার বিশ্বাস,ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো:মোশারেফ হোসেন,উপকূলীয় বিভাগীয় বন বন কর্মকর্তা মো: তৌফিকুল ইসলাম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী-মো: আব্দুর রাজ্জাক,সড়ক ও জনপথ অধিদপ্তর ভোলা এর নির্বাহী প্রকৌশলী মো: নাজমুল ইসলাম প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরেন।
সকলের জন্য আবাসন নিশ্চিতকরণসহ বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

১৯৮৫ সালে জাতিসংঘ বিশ্ব বসতি দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে ১৯৮৬ সাল থেকে সারা বিশ্বে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়ে আসছে।

LEAVE A REPLY