ভোলা নিউজ২৪ডটকম।। ভোলা পৌরসভায় একটি যাত্রীবাহী বাস থেকে ১০ মণ (৪০০ কেজি) জাটকা ইলিশ জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা।
রোববার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের খেয়াঘাট এলাকা থেকে এ জাটকা জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. তাহসিন রহমান ভোলা নিউজ২৪কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থেকে আসা যশোরগামী যাত্রীবাহী বাসটিতে তল্লাশি করে ১০ মণ অবৈধ জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা মৎস্য বিভাগের উপস্থিতিতে স্থানীয় অসহায় ও এতিমখানায় বিতরণ করা হয়।
১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে জাটকা ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।