ভোলায় প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা সহ আটক-১ 

ভোলায় প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা সহ আটক-১ 

0
127

স্টাফ রির্পোটার,ভোলা নিউজ২৪ডটকম।। ভোলায় একটি প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা সহ একজন  আটক হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা ও গাড়ি চালক  মাদক কারবারি মো. শাহে-আলী ওরফে শাহেলকে  আটক করা হয়।

শাহে-আলী কুমিল্লা দক্ষিণ সদর সোয়াগাঁজী গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। মাদক পরিবহন করা প্রাইভেটকারটির কোনো কাগজপত্র নেই বলে জানিয়েছে ভোলা সদর থানা পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা ফেরিঘাট এলাকায় প্রাইভেটকারটিতে তল্লাশি করা হয়। এসময় পুরো প্রাইভেটকার জুড়ে বস্তা ভর্তি গাঁজা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারি পুলিশকে জানিয়েছেন, উদ্ধার হওয়া মাদকগুলো তিনি কুমিল্লা থেকে ভোলার মাদক কারবারিদের কাছে বিক্রির জন্য নিয়ে এসেছেন। শাহে-আলী এর আগেও ওই গাড়িতে করে কুমিল্লা থেকে মাদক এনে তা ভোলা বিক্রি করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঢাকা মেইলকে জানান, মাদক পরিবহন করা গাড়িটির কোনো কাগজপত্র নেই। শাহে-আলী নিজেই গাড়িটি চালিয়ে ভোলায় এসেছেন।

NO COMMENTS

LEAVE A REPLY