ভোলা নিউজ২৪ডটনেট॥ ভোলায় বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে আট লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এর বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা।
শুক্রবার সকাল ১০টা থেকে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড দক্ষিণ জোনের যৌথ অভিযানে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের জংশন বাজার, পন্ডিতের হাটের কয়েকটি দোকান থেকে এ জাল জব্দ করা হয়। তবে অভিযানের কথা টের পেয়ে দোকানদাররা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি অপারশান দল সদর উপজেলার ইলিশা ইউনিয়নের জংশন বাজার ও পন্ডিতের হাটে অভিযান চালায়। এসময় কয়েকটি দোকান থেকে ৮ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। এর আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। পরে মৎস্য অফিসারের উপস্থিতিতে মেঘনা নদীর পাড়ে জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান এঘটনা নিশ্চিত করে বলেন, অভিযানের খবর টের পেয়ে দোকানদাররা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মৎস্য সম্পদ রক্ষায় তাদের এ অভিযান অব্যাহত থাকবে।