গোপাল চন্দ্র দে,ভোলা নিউজ ২৪ ডটনেট:ভোলায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ১১ সেপ্টেম্বর (সোমবার) সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো: মোজাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শফিকুল ইসলাম, আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট পক্ষে মোকাম্মেল হক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,ভোলা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, সম্পাদক বাবু গৌরাঙ্গ চন্দ্র দে, সদর উপজেলা সভাপতি শান্ত ঘোষ, বিটিভি জেলা প্রতিনিধি আবু তাহের, বাংলার কন্ঠ সম্পাদক হাবিবুর রহমান, নলিনী দাস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম সাহা সহ পূজা উদযাপন পরিষদের ৭ উপজেলার নেতৃবৃন্দ ও স্থানীয় হিন্দু নেতৃবৃন্দ, শিক্ষক সহ প্রমুখ।এসময় পূজা মন্দির গুলোর প্রতিনিধিরা তাদের সমস্যাগুলো জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। এবং জেলা প্রশাসক সমাস্যা গুলো সমাধানের আশ্বাস দেন।