রাকিব উদ্দিন অমি,ভোলা নিউজ২৪ডটনেট ।। ভোলা ইলিশায় আজ সকালে ট্রাক চাপায় মো. তুহিন (১৩) নামের এক কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার ইলিশা ফেরি ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর গ্রামের আব্দুল হকের ছেলে নিহত (তুহিন)।
স্থানীয়রা জানায়, সকালে মো. তুহিন তার মায়ের সঙ্গে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে তজুমদ্দিন থেকে বাসে করে ইলিশা ফেরীঘাট আসেন।
ঘাটে এসে বাসটি থামলে তুহিন বাস থেকে নেমে বাসের বক্সে থাকা ব্যাগ বের করতে যায়। এসময় চালক বাসটিকে সামনে আগালে পাশে দাড়িয়ে থাকা লরি ও বাসের মাঝে চাপা পরে তুহিন ঘটনাস্থলেই মারা যায়।
ইলিশা ফাড়ির পুলিশ কর্মকর্তা(এসআই) মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন,তিনি বলেন ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের লোকজন এলে তাদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।