ভোলায় ঝুঁকিপুর্ণ ট্রলার থেকে ৯৯৯ নম্বরে কল, ৬০ যাত্রী উদ্ধার

0
41

ভোলা নিউজ২৪ডটকম।। অবৈধ পারাপারের দায়ে ভোলার মেঘনা নদী থেকে ৬০ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শনিবার (৯ জুলাই) দুপুরে দুই ট্রলারমালিককে জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএস শাফিউল কিঞ্জল ভোলা নিউজ২৪ডটকম কে জানান, সকালে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট থেকে ভোলার ইলিশা লঞ্চঘাটের দিকে ৬০ যাত্রী নিয়ে একটি কাঠের ট্রলারে রওনা দেন। পরে মাঝ নদীতে প্রচণ্ড ঢেউয়ের কবলে যাত্রীদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এসময় এক যাত্রী ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বাঁচার আকুতি জানান। পরে কোস্ট গার্ড তাদের উদ্ধার করে।

LEAVE A REPLY