ভোলায় জন্মাষ্টমী উদযাপনে ব্যাপক আয়োজন

0
226

স্টাফ রিপোর্টার   ।। ভোলায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ। এ নিয়ে শুক্রবার কেন্দ্রীয় মদন মোহন মন্দিরে হিন্দু ধর্মালম্বীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলার ৭ উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন মন্দির কমিটির নেতারা অংশ নেন। এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, সাবেক জেলা শিক্ষা অফিসার প্রাণ গোপাল দে, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, পূজা উদযাপন পরিষদের সহসভাপতি শিবু প্রসাদ কর্মকার, সংগঠনের সাবেক সভাপতি গোপাল সাহা, ওই সংহঠনের সদর শাখার সভাপতি শান্ত ঘোষ, সম্পাদক জয় চন্দ্র দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টর্ন ঐক্য পরিষদের সদস্য সচিব ধ্রুব হাওলাদার, মদনমোহান মন্দির কমিটির সভাপতি সহঃ অধ্যাপক প্রাণ কৃষ্ণ বনিক দুলাল, মন্দির কমিটির সম্পাদক বিপ্লব পাল কানাই, বোরহানউদ্দিন পূজা উদযাপন পরিষদের সম্পাদক ইন্দ্রজীৎ দে, চরফ্যাশন পূজা উদযাপন পরিষদের সম্পাদক অভিমুণ্য দাস, দৌলতখান উপজেলা পূজা উদযাপন পরিষদের  সম্পাদক নিখিল চন্দ্র দাস, দলিত অধিকার আন্দোলন কমিটির সম্পাদক স্বপন দাসসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি সম্পাদকরা। এ সময় ২৩ আগষ্ট বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করার পাশপাশি পরবর্তিতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে হিন্দু মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে জন্মাষ্টমীতে মঙ্গলশোভা যাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ করা হবে। এ ছাড়া থাকবে আলোচনা, ধর্মীয় পাঠ ও কীর্তন।

LEAVE A REPLY