ভোলায়  গ্রাম আদালত কার্যক্রমের পর্যালোচনা ও করনীয় বার্ষিক  সম্মনয় সভা  অনুষ্ঠিত

0
283

স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ২৪ডটনেট॥ ভোলা  জেলা পর্যায়ে  গ্রাম আদালত  কার্যক্রমের অগ্রগতি  পর্যালোচনা ও করণীয় শীর্ষক বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২০ জুন)  ভোলা জেলা প্রশাসন এর সম্মেলন কক্ষে  জেলা প্রশাসন এর আয়োজনে ইউএনডিপি এর আর্থিক সহায়তায়   বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের সহায়তায় সকালে সভা দিনব্যাপী এ সমন্বয় সভা  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: মাহামুদুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার  মো: খাইরুল ইসলাম, ইউএনডিপি প্রজেক্ট কো-অরডিনেশন অফিসারমো: শাহাদাৎ,অতিরিক্ত জেলা প্রশাসক মো: আতাউর রহমান, ইউএনডিপি ভোলা জেলার ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর মো. শফিকুর  রহমান, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মামুন আল ফারুক প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য বৃন্দ গ্রাম আদালতের কর্মকর্তাগণ অংশ গ্রহন করেন।
এসময় বক্তারা বলেন ,ইউনিয়ন পরিষদের গ্রাম  আদালত সক্রিয়করণের মাধ্যমে  তৃর্ণমূল পর্যায়ে স্থানীয় মানুষ সুবিচার  পেতে শুরু করেছে।  গ্রাম আদালত তৃর্ণমূলে ন্যায় বিচারের  কেন্দ্রবিন্দুতে রুপান্তর হচ্ছে। ছোটখাট বিরোধ নিরসনে  জেলা-উপজেলার আদালতে আসার সংখ্যাও কমতে শুরু করেছে।  তাইতো প্রান্তিক  মানুষের আস্থার প্রতিক  হয়ে উঠেছে গ্রাম আদালত।


এসময় বক্তারা গ্রাম আদালতকে আরো গতিশীল করার জন্য ফৌজদারী ও দেওয়ানী  বিরোধ নিষ্পত্তি করতে ৭৫ হাজার টাকার পরিবের্তে  টাকার পরিমান বৃদ্ধি করতে সুপারিশ প্রদান করেন। পাশাপাশি গ্রাম আদালতের মামলা পুলিশি হস্তক্ষেপ কমানোর জন্য প্রস্তাব দেন আলোচকরা।

LEAVE A REPLY