ভোলায় করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের বিশেষ সভা

0
104

আদিল হোসেন তপু: ভোলা জেলায় করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে জনপ্রতিনিধি ও ব্যবসায়ী  নেতৃবৃন্দদের নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ব্যবসাযী সমিতির নেতা, মার্কেট ও শপিং মলের মালিকরা অংশ নেয়। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলমের সভাপতিত্বে সভায় জানানো হয়, সরকারি নির্দেশা মেনে চলার অঙ্গীকার  করলে আগামী ১০ মে থেকে দোকান পাট ও শপিং মলগুলো খোলার অনুমতি দেয়া হবে। শপিংমল ও দোকানে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামুলক। একই সভায় পৌর মেয়র ও চেয়ারম্যানদের ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনের প্রয়োজনী ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, পৌর মেয়র মনিরুজ্জামান মনির, সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী, অতিরিক্ত পুলিশ সুপার মীর সাফিন মাহমুদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

LEAVE A REPLY