ভোলায় ঈদ-উল-আযাহ উপলক্ষে পরিবাহন, লঞ্চ মালিক ও পশু হাটের ইজারাদাদের মতবিনিময় সভা

0
420

আদিল হোসেন তপু  : ভোলায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযাহা-২০১৮ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরিবহন মালিক,  পরিবহন শ্রমিক, সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী মহল,  ভোলা চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, লঞ্চ মালিক সমিতির নেতৃৃবৃন্দ ও কোরবারি পশুর হাটের ইজারাদারদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ আগষ্ট (শনিবার) দুপুরে ভোলা পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবর রহমান, চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ শফিকুল ইসলাম, ভোলা স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অভিনাশ নন্দী  প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, ভোলার পরিবহন মালিক, ব্যবসায়ী মহল,  লঞ্চ মালিক সমিতির নেতৃৃবৃন্দ ও কোরবারি পশুর হাটের ইজারাদাররা।

প্রধান অতিথির বক্তব্য পুলিশ সুপার বলেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী বোজাই করতে দেওয়া হবেনা। ঈদে ঘরমুখি মানুষ যাতে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে সেজন্য পুলিশ সদস্যরা পাহারায় রয়েছে। এছাড়াও স্কুল ও কলেজের মাঠে কোন গরুর হাট বসানো যাবেনা। নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোন স্থানে গরুর হাট বসলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY