ভোলার ৩৬ কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ

0
387

ভোলা নিউজ ২৪ ডট নেট : জেলার সেরা বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজসহ জেলার ৩৬টি কলেজে রোববার শুরু হয়েছে একাদশ শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাস। ফাতেমা খানমে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণের পাশপাশি কলম, রুটিনসহ নানা উপকরণ তুলে দেয়া হয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মায়ের নামে প্রতিষ্ঠিত ফাতেমা খানম কলেজ, রাজনীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত ঘোষনা দিয়ে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ দেয়ার ঘোষনা দিয়েছেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মইনুল হোসেন বিপ্লব। তিনি বিদেশে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও শুভেচ্ছা জানান শিক্ষার্থীদের। তার পক্ষে কলেজের গভর্নিং বডির সদস্য চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ সফিকুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় তিনি রাজনীতিমুক্ত মাদকমুক্ত এ কলেজের নিয়মকানুন তুলে ধরেন। বিগত দিনের সেরা ফলাফলের তথ্য তুলে ধরে সেরা ফলাফল করার আহ্বান জানান তিনি। এ সময় অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কাসেমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক আবুল বাশার, অমিতাভ অপু, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ বিল্লাল হোসেন, সুশান্ত মন্ডল, খাদিজা আক্তার প্রমুখ। গত বছর ফাতেমা খানম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৫৩ জন জিপিএ-৫ পাওয়ায় তাদের প্রত্যেককে একটি করে ল্যাবটপ দেয়া হয়।

এদিকে ভোলা সরকারি কলেজ, সরকারি শেখ ফজিলাতুনন্নেছা মহিলা কলেজ, আলতাজের রহমান কলেজ, নাজিউর রহমান কলেজ, হালিমা খাতুন গালর্স স্কুল এন্ড কলেজ, দৌলতখান আবু আব্দুল্লাহ কলেজ, বোরহানউদ্দিন আব্দুর জব্বার কলেজ, বোরহানউদ্দিন মহিলা কলেজ, লালমোহন মহিলা কলেজ, তজুমদ্দিন মহিলা কলেজ, চলফ্যাশন সরকারি কলেজ, ফাতেমা মতিন কলেজ, রহিমা নজরুল কলেজ, দুলারহাট কলেজ, লালমোহন নুরুন্নবী চৌধুরী কলেজসহ ৩৬ কলেজেই পৃথক পৃথক অনুষ্ঠান হয়। কোন কোন প্রতিষ্ঠানে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ভোলা কলেজে প্রথম দিনে অরিয়েন্টশন কোর্সের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তার।

LEAVE A REPLY