ভোলার সেই বিপ্লব চন্দ্রসহ ৩ জন কারাগারে

0
481

ভোলা নিউজ২৪ডটনেট।। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে ৪ নিহত হয়। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সেই বিপ্লব চন্দ্র শুভসহ ৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২১ অক্টোবর) ভোলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক ফরিদ আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
নবীকে নিয়ে কটূক্তিকারী আটক বিপ্লব চন্দ্র শুভ বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের খারাকান্দি গ্রামের চন্দ্র মোহনের ছেলে।
আর অন্য দুজন হলেন- বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের নূরে আলমের ছেলে শাকিল এবং উপজেলার উদয়পুর এলাকার মো. ইমন।
এর মধ্যে শাকিলকে রবিবার পটুয়াখালীর গলচিপা এবং ইমনকে কাচিয়া থেকে গ্রেফতার করা হয়। আর শুভ তার ফেসবুক হ্যাকারের কবলে পড়ার কথা জানিয়ে জিডি করার পর স্থানীয় ‘আলেমদের’ দাবির মুখে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয় বলে জানায় পুলিশ।
বোরহানউদ্দিন থানায় উপপরিদর্শক দেলোয়ার হোসেন রবিবার ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করেন।
আদালতের একজন কর্মকর্তা জানান, বিপ্লব চন্দ্র ও শাকিলের মেসেঞ্জারে ‘ধর্মীয় অবমাননাকর’ বার্তাগুলো পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে।

LEAVE A REPLY