ইয়াছিনুল ঈমন, ভোলা নিউজ ২৪ ডটনেট :ভোলার মেঘনায় নিশেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ২৬ জেলেকে আটকের পর জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) রুহুল আমিন ২৩ জনকে ৪ হাজার টাকা ২ জনকে আড়াই হাজার এবং একজনকে এক হাজার করে মোট একলাখ টাকা জরিমানা আদায় করেন। এছাড়াও একই অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন জানান, ইলিশের অভায়শ্রমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা যাতে ইলিশ শিকার করতে না পারে সে জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে একটি টিম মেঘনায় অভিযানে নামে।
এ সময় ইলিশ ধরার অপরাধে তুলাতলী ও ইলিশ পয়েন্ট থেকে পয়েন্টে ৬টি জেলে নৌকাসহ ২৬ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে জরিমান করা হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়েছে এবং ইলিশ গুলো স্থানীয় এতিমখানায় বিতরন করা হয়।
১মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকার অভয়াশ্রমে ইলিশ ধরায় নিশেধাজ্ঞা জারী করে মৎস্য বিভাগ।