ভোলার পরানগঞ্জস্থ গ্রামীণ সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
490

ভোলা নিউজ ২৪ ডট নেট : ভোলার পরানগঞ্জ বাজারস্থ “গ্রামীন সমাজ কল্যাণ পাঠাগার” এর উদ্যোগে “মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ জুন) বিকেলে সদর উপজেলার পরানগঞ্জ বাজারস্থ গ্রামীন সমাজ কল্যাণ পাঠাগার প্রাঙ্গনে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গ্রামীন সমাজ কল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও এসএ টিভি জেলা প্রতিনিধি এ্যাড. সাহাদাত হোসেন সাহিনের সভাপতিত্বে   প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক আজকের ভোলার সম্পাদক ও পাঠাগারের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মু. শওকাত হোসেন। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন, নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ মাকসুদুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পরানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার ও ভোলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মীর বেলায়েত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জামিরালতা ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক মীর নুরে আলম ফরহাদ, পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মো: আবদুর রব, ইলিশা বাঘার হাওলা নেছারিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো: মহিবুল্লাহ, প্রধান শিক্ষক গোলাম কাদের মজুন, প্রধান শিক্ষক জামাল উদ্দিন বাহার, চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রহমান, পাঠাগারের উপদেষ্টা ডাঃ মেহেদী হাসান কামাল। গ্রামীণ সমাজ কল্যাণ পাঠাগার সাবেক সম্পাদক ও বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক এম শাহরিয়ার জিলনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, পাঠাগারের উপদেষ্টার মোঃ লিটন মাস্টার, মাওঃ মোঃ সফিকুল্লাহ, বিশ্বরোড জামে মসজিদের পেশ ঈমাম মাওঃ মোঃ রফিকুল ইসলাম, গাজীপুর মাদ্রাসার প্রভাষক মাওঃ আবদুল জলিল, মোঃ মহিবুল্লাহ, ভোলা সরকারী কলেজ সাংবাদিক ফোরামের সম্পাদক এম মইনুল এহসান, মোঃ মনির মাস্টার, মোঃ নুরুদ্দিন মাস্টার, সেচ্ছাসেবী সংগঠন হেল্প এন্ড কেয়ার এর প্রচার ও অইটি সম্পাদক ইমতিয়াজুর রহমান প্রমুখ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, কারিমিয়া ক্বেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ মোঃ হোসাইন আহমেদ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, গ্রামীণ সমাজ কল্যাণ পাঠাগারের আহ্বায়ক মোঃ ঈমাম হোসেন কান্টু, পাঠাগারের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আনিছুর রহমান, পাঠাগারের সদস্য নুরে আলম, সদস্য মুনছুর আলম, জিহাদ আসিফ, সুজন কাজী, মোঃ রাজীব হোসেন, সাদ্দাম হোসেন মাল, পাঠাগারে সচিব ফজেল রাব্বী, সদস্য মোঃ মিজানুর রহমান, গিয়াস উদ্দিন, মোঃ তানিম হাওলাদার, তানভীর মোল্লা, বিজয় মমিন, আনোয়ার রাঢ়ি প্রমুখ। এসময় পাঠাগারের অন্যান্য সদস্য ও শিক্ষক, সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস, তাকওয়া অর্জনের মাস। রমজান মাসে তাকওয়া অর্জনের আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে।

LEAVE A REPLY