ভোলার চরনোয়াবাদে হিন্দু জমি দখলের চেস্টা,প্রশাসেনর হস্তক্ষেপ কামনা

0
13

স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ ২৪ডটকম।। ভোলা পৌরসভার চরনোয়াবাদ ৪নং ওয়ার্ড এর সাহাবুদ্দিনের বিরুদ্ধে হিন্দুদের জমি দখলের অভিযোগে ক্ষতিগ্রস্থ্যরা সংবাদ সম্মেলন করেছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার কথাও বলা হয় এসময়। অসহায় পরিবারটি নিরাপত্তা দাবী করেছেে স্থানীয় প্রশাসনের কাছে।

আজ ৯জুন বুধবার বেলা ১২টায় ভোলা প্রেসেক্লাবে এসব অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়। ক্ষতিগ্রস্থ্য পরিবারের পক্ষে সুবল চন্দ্র মাল এই সংবাদ সম্মেলন করেন। ভোলার সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন সুবল চন্দ্র মাল। এসময় তিনি বলেন,ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ড এর চরনোয়াবাদ এলাকায় বসবাস করছেন। উত্তর চরনোয়াবাদ ৪নং ওয়ার্ড এর মো: সাহাবুদ্দিন মিয়া তাদের ওয়ারিশদের কাছ থেকে ৬৩শতাংশ জমি ক্রয় করে আরো ২৫/৩০বছর আগে। ঐ সময় সাহাবুদ্দিন মিয়াকে জমি বুঝিয়ে দেয়াও হয়। তবে কয়েকমাস ধরে হঠাত করেই সাহাবুদ্দিন নিজেই একা জমি মেপে নিজেই সুবল চন্দ্র মাল এর বাড়িতে ঢুকে পিলার করে জমি ধকলে নেয়ার জন্য পিলার স্থাপন করে। একইসাথে হিন্দু পরিবারকে জমি ছেড়ে ভারতে চলে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। শুধু তাই নয়,মিথ্যা ৪/৫টি মামলা দিয়ে হয়রানী করছে। এসব ঘটনা নিয়ে প্রায় সময় হুমকি ধমকি দিয়ে আসছে। এবিষয় সুবিচার চেয়ে প্রশাসনের সহযোগীতা চেয়েছে অসহায় এই হিন্দু পরিবারটি। এসময় আরো উপস্থিত ছিলেন গিতা রানী,কমলা রানী ও সাবিত্রী রানী। তারা আরো বলেন,এই এলাকায় একটি চক্র রয়েছে যারা দুর্বল হিন্দুদের জমি দখল করে নেয় জোর করে। এই বাহিনীর অত্যাচারের ভয়ে এলাকার সাধারন মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পর্যন্ত পাচ্ছে না। প্রধানমন্ত্রী এসব অসহায়দের পাশে না দাড়ালে ভিটেমাটি ছেড়ে ভারত চলে যাওয়া ছাড়া কোন উপায় থাকবে না।
এদিকে অভিযুক্ত সাহাবুদ্দিন সাঙবাদিকদের কাছে বলেন,তিনি নিজের জমির সীমানা দিয়েছেন। অন্য কারোই জমি দখল করেননি।

LEAVE A REPLY