ভোলা নিউজ২৪ডটকম॥
ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুর ১২ টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যাবহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা চালিয়েছেন। প্রতিটি হত্যার বিচার করতে হবে। শেখ হাসিনাকে ভারত থেকে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়াও আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তারা।
এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারন সম্পাদক খন্দকার আল আমিন,সহ-সভাপতি আকবর হোসেন,মাকসুদুর রহমান হিরন, সাংগঠনিক সম্পাদক আকবর আকন, স্বেচ্ছাসেবকদল সদর থানা আাহবায়ক ইব্রাহিম খলিল, সদস্য সচিব ইয়াকুব হোসেন জুয়েল,পৌর আহবায়ক অজিউল্লাহ সুমন, সদস্য সচিব মাইনুদ্দিন হাওলাদারসহ প্রমূখ।