ভোলায় অধিকার ও ছাত্রদলের পৃথক আয়োজনে মানবাধিকার দিবস পালিত

0
5

ভোলা নিউজ ২৪ ডটকম :: আন্তর্জাতিক মানববাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার এর আয়োজনে ভোলার সর্বদক্ষিন পর্যটন এলাকা চরফ্যাশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এর পাশাপাশি ভোলা জেলা ও উপজেলা ছাত্রদলের আয়োজনেও দিবসটি পালিত হয়।

 

আজ ১০ ডিসেম্বর  বেলা ১২টায় জেলার চরফ্যাশন উপজেলার সদর রোডস্থ্য টিবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অধিকার এর জেলা সমন্বয়কারী মো: আফজাল হোসেন  ও মো: সাহাবুদ্দিন হাওলাদার এসময় দিবসটির তাতপর্য তুলে ধরে বক্তব্য দেন। বক্তারা বলেন,বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিকদের হত‍্যা ও নির্যাতন বন্ধ করা,ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

 

অপরদিকে ভোলা জেলা ছাত্রদলসহ প্রতিটি উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদল শাখার আয়োজনে দিবসটি উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভোলা সরকারী কলেজ এর সামনে অনুষ্ঠিত মানববন্ধনে  জেলা ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি মো: জসিম উদ্দিন,সাধারন সম্পাদক আলমিন হাওলাদারসহ জেলা এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। অপরদিকে চরপ্যাশন উপজেলায়ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ছাত্রদল আহবায়ক মো: আরিফ ফরাজী, সদস্য সচিব কাজী অনিক ও ছাত্রদল নেতা আবিদসহ শতাধিক নেতাকর্মীরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।

LEAVE A REPLY