ভোলায় ক‌রোনা জয়ী সাংবাদিক‌দের ফু‌ল দি‌য়ে বরণ

0
12

হারুনুর রশিদ ভোলা নিউজ ২৪ ডট কম

ভোলায় ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে সম্পূর্ণ সুস্থ‌্য হওয়া সাংবা‌দিক‌দের ফুল দি‌য়ে বরণ ক‌রে‌ছে ভোলা প্রেসক্লাব। আজ সোমবার (৩০ আগস্ট) দুপুর সা‌ড়ে ১২ টার দি‌কে প্রেসক্লা‌বের হলরু‌মে এ অনুষ্ঠা‌নের আ‌য়োজন ক‌রে ভোলা প্রেসক্লাব।

এসময় ক‌রোনা জয়ী দৈ‌নিক বাংলা‌দেশ প্রতি‌দি‌ন ও নিউজ টু‌য়ে‌ন্টি‌ফোর প্রতি‌নি‌ধি জুন্নু রায়হান, যুগান্তর ও জি‌টি‌ভির প্রতি‌নি‌ধি এম হেলাল উ‌দ্দিন, বাংলানিউজ ও দেশ টি‌ভির প্রতি‌নি‌ধি ছোটন সাহা, দৈনিক আমা‌দের নতুন সময় প্রতি‌নি‌ধি ম‌শিউর রহমান পিংকুসহ প্রমূখ সাংবা‌দিক‌দের ফুল দি‌য়ে বরণ করা হয়।

এরআ‌গে ভোলা থে‌কে প্রকা‌শিত দৈ‌নিক বাংলার ক‌ণ্ঠের উপ‌দেষ্টা জাহাঙ্গীর আলম ও ক‌রোনা আক্রন্ত সাংবা‌দিক‌দের ক‌রোনা মু‌ক্তি জন‌্য জন‌্য দোয়া ও মুনাজাত অনু‌ষ্ঠিত হয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন ভোলা প্রেসক্লা‌বের সভাপ‌তি ও দৈ‌নিক বাংলার ক‌ণ্ঠের সম্পাদক এম হা‌বিবুর রহমান, প্রেসক্লাব সম্পাদক ও যুগান্তর এবং আর‌টি‌ভির প্রতি‌নি‌ধি অ‌মিতাভ অপু, ‌প্রেসক্লাব সাংবা‌দিক ছি‌দ্দিকুল্লাহসহ প্রমূখরা।

LEAVE A REPLY