ভোলার শহীদ মিনারে প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

0
367

আরিফ উদ্দিন রনি: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের মত দ্বীপ জেলা ভোলায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরেই শুরু হয়েছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। গোটা জাতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মধ্যরাতেই ছুটে আসেন শহীদ মিনারে।

রাত ১২টা বাজার আগেই শত শত মানুষ ফুল নিয়ে এসে জরো হন সহীদ মিনারে। ভোলার জেলা প্রশাসক মোহা; সেলিম উদ্দিন,পুলিশ সুপার মো: মোকতার হোসেন এর নেতৃত্বে স্ব স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সহীদ মিনারে এসে অপেক্ষা করেন ১২.১টার। শেষ পর্যন্ত সেই সময় হলেই প্রথমে সহীদ মিনারে ফুল দিয়ে সহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহা; সেলিম উদ্দিন। এর পরেই আসেন পুলিশ সুপার মো: মোকতার হোসেনসহ পুলিশের কর্মকর্তারা। তারাও সহীদ মিনারে ফুল দিয়ে সহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৫২ সালের এই দিনে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসকগোষ্ঠীর চোখ-রাঙানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে।

 

 

LEAVE A REPLY