ভােলা শহরে বাবা-মেয়ে করােনা পজেটিভ ৪৫বাড়ি লকডাউন

0
180

ভোলা নিউজ ২৪ ডটকম ।। ভোলা পৌরসভার ৭ নং ওর্য়াডে বাবা ও মেয়ে করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় ওই এলাকার ৪৫টি বাড়ি লক ডাউন করা হয়ছে। আজ বিকালে উপজলো নির্বাহী অফিসার মো.মিজানুর রহমান বাড়ি গুলো লকডাউন ঘোষণা করনে।

তিনি জানান, নমুনা পরীক্ষায় ওই এলাকার ৫৮ বছর বয়সী এক পুরুষ ও ১৮ বছর বয়সী এক তরুনীর করোনা ভাইরাস পজটেভি হয়ছে। ফলে পৌরসভার বিএভিএস রোডরে একটি গলরি ৪৫টি বাসা লকডাউন করে দেয় উপজলো প্রশাসন। এছাড়া সখোনে র্সাবক্ষণি পাহাড়ার ব্যবস্থা রাখা হয়ছে। কেউ যেন ওই এলাকায় প্রবশে ও বের হতে না পারে তা নিশ্চিত করার কথা জানান উপজলো নির্বাহী র্কমর্কতা।

লকডাউন কৃত এলাকার বাসিন্দাদের যে কোন প্রয়োজন প্রশাসনরে পক্ষ থেকে পূরণ করা হবে বলওে জানয়ে দেয়া হয়ছে। সদর হাসপাতালের তত্বাবধায়ক জানয়িছেন ভোলা থেকে এ র্পযন্ত ৩৩৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়ছে।এর মধ্যে ৪ জনরে করোনা পজটেভি পাওয়া গছে।

ভোলা সদর উপজলো নর্বিাহী অফসিার মো. মিজানুর রহমান বলেন,আমরা ৪৫টি বাড়ি লকডাউন করেছি। যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে ততদিন পর্যন্ত এই অবস্থা চলবে। তাদের যা দরকার হবে তা আমরাই সরবরাহ করবো।

LEAVE A REPLY