ভোলা নিউজ২৪ডটনেট।। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গাছ কাটতে গিয়ে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে মো. আব্দুল মজিদ (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত মজিদ উপজেলার সাচড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।
সোমবার সকালে সাচড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চর গঙ্গাপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালের দিকে ওই এলাকার রাস্তার পাশের গাছ কাটতে গাছের ডালে উঠেন শ্রমিক আব্দুল মজিদ। এসময় গাছের উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।














