ভোলায় রাজাপুর পুলিশিং কমিউনিটি সভা অনুষ্ঠিত, ফুল দিয়ে ৭ জনের শপথ

0
604

ইয়ামিন হোসে:ভোলা নিউজ ২৪ ডটনেট  পুলিশ জনতা- জনতাই পুলিশ এই স্লোগানে ভোলা সদর উপজেলার ১নং রাজাপুর ইউনিয়ন পরিষদে কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় ১নং রাজাপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়। রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পুলিশ সুপার মোকতার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, রিয়াজুল কবির, ভোলা সদর থানার ওসি মীর খায়রুল কবির, রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মিয়া, ইলিশা ফাড়ির ইনচার্জ মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক, সাদেক চোকদার, নজরুল ইসলাম জমদার, ইউপি সদস্য আবদুস সালাম জমাদার, আবু তাহের হাওলাদার, জহিরুল ইসলাম, ইমাম হোসেন চৌকিদার, মোঃ মিলন মেম্বার, হেলাল মেম্বার, নেকু সরদার, মানবাধিকার সহ সভাপতি হাফেজ ইব্রাহিম, যুবলীগের প্রচার সম্পাদক আলী হাওলাদার সহ রাজাপুর ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম ও আওয়ামীলীগের নেত্রীবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোকতার হোসেন রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমানের প্রশংসা করে বলেন, নিজ উদ্যোগে রাজাপুর ইউনিয়নের বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং এর বিরুদ্ধে তিনি যে ভূমিকা রেখেছেন, তা সত্যিই প্রশংসিত। এই ভূমিকা অব্যাহত রাখার আহবান জানান এবং ভোলা একটি মাদক ও সন্ত্রাস মুক্ত জেলা হবে এই জন্য সকলের সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠান শেষে রাজাপুর ইউনিয়নের ৭জন মাদক ব্যবসায়ী আতœসমার্পণ করে পুলিশ সুপার মোকতার হোসেনের সাথে শপথ করেন মাদকের সাথে আর কখনো জড়িত হবেন না। এ সময় আতœসমার্পণ কারী ৭জন মাদক ব্যবসায়ী রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইলিশা ফাড়ির ইনচার্জ মোক্তার হোসেনকে ধন্যবাদ জানান এবং বলেন, এই দু’জনের উদ্যোগেই আমরা আজকে আলোর পথে ফিরে এসেছি। এসময় প্রধান অতিথি তাদেরকে ফুল দিয়ে বরণ করেন এবং অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসায় স্বাগত জানান।

 

LEAVE A REPLY