বিধবারা বিয়ে করলেই পাবেন ২ লাখ রুপি!

0
447

ভোলা নিউজ ২৪ ডটনেট : ভারতের মধ্যপ্রদেশে বিধবা নারীরা বিয়ে করলেই তাঁদের দুই লাখ রুপি আর্থিক সহায়তা করবে রাজ্য সরকার।

স্থানীয় সময় গত রোববার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে শিবরাজ সিং বাল্যবিবাহ ও যৌতুক বন্ধে সরকারকে সাহায্যের আহ্বান জানান। সেখানে তিনি নারীদের সমঅধিকারের বিষয়টিও তুলে ধরেন।

বার্তা সংস্থা এএনআই জানায়, নারীদের আর্থিক ও সামাজিকভাবে শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। নারীদের অবস্থা অনুকূল করে তুলতে চেষ্টার কোনো কমতি রাখবে না রাজ্য সরকার। বিধবা নারীরা বিয়ে করতে চাইলে তাঁদের সরকারের পক্ষ থেকে দুই লাখ রুপি সহায়তা দেওয়া হবে।

বিভিন্ন চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নারীদের উচ্চতা, শারীরিক সক্ষমতা ও অন্য বিষয়গুলোতে ছাড় দেওয়া হবে। এছাড়া স্বামী ও স্ত্রীকে সরকারি চাকরির ক্ষেত্রে একই জায়গায় নিয়োগ দেওয়া হবে বলে জানান শিবরাজ।

এ ছাড়া নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেবে মধ্যপ্রদেশ সরকার। রাজ্যের ২৬ লাখ নারীর বয়স ২১ হলে তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট ৩১ কোটি রুপি জমা দেওয়া হবে বলেও জানানো হয়।

LEAVE A REPLY