ভোলা নিউজ ২৪ ডটনেট : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ এ আদেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, আজ শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আমান ও নাজিমকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল শুক্রবার রাতে মহাখালী ডিওএইচএস থেকে আমান উল্লাহ আমান ও নাজিমউদ্দিন আলমকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।