বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী দক্ষিণ জোন কর্তৃক ৫ লক্ষ পিস ইয়াবা সহ আটক ০২

0
530

স্টাফ রিপোর্টার, ভোলা নিউজ২৪ডটনেট ।।  বর্তমান সরকারের মাদক বিরোধী বিশেষ অভিযানের পরিপ্রেক্ষিতে গত ০৯ এপ্রিল ২০১৯ তারিখ নিজামপুর হতে এইপিবি বলেশ^র কর্তৃক একটি বিশেষ অভিযানে মহিপুর থানার অধীনস্থ কুয়াকাটা সী বিচ হতে ইয়াবা পাচারকারী ০২টি কাঠের বোট জব্দ করা হয়। জব্দকৃত বোট থেকে ৫,০০০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন ইয়াবা পাচারকারী (০১) মোঃ মোশারফ হোসেন(৫০), (০২) মোঃ টিপু শিকদার(৩০) কে আটক করা হয়। আটককৃত ০২ দুইজন পাচারকারীর বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া থানার অন্তর্গত নিশানবাড়িয়া এলাকায়। পরবর্তীতে ইয়াবা সহ ০২ ইয়াবা পাচারকারীকে নিজামপুর থানায় সোপর্দ করা হয়। মাদক নির্মূলে সরকারের নির্দেশনাকে যথাযথভাবে পালনের জন্য কোস্ট গার্ড বাহিনী দক্ষিণ জোনকে তথ্য দ্বারা ০১৭৬৬৬৯০৬০৩ ও ০১৭৬৬৬৯০৬৬৬ নম্বরে সহায়তা করার জন্য অনুরোধ করা হলো।

LEAVE A REPLY